• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:১৯

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি পঞ্চগড়ে



পঞ্চগড় সংবাদদাতা

গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও তা কমে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ।

এদিকে সকাল সকাল দেখা মিলেছে সূর্যের মুখ। অপরদিকে সকাল ৯টার পর থেকে কমতে শুরু করেছে কুয়াশার পরিমাণ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।