• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫৬

৩১ দফা বাস্তবায়নে পলাশবাড়ীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজ (সোমবার, ২ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এবং পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।   

সভায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাস নিরাপদ করতে করণীয় দিক-নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন। এসময় গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া খন্দকার জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।