- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
গাইবান্ধায় ‘সাদিক হত্যা’র বিচারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় ‘সাদিক হোসেন হত্যা মামলা’র আসামির বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় সাদিকের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা। মানববন্ধন শেষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে জেলা প্রশাসনের কারও আশ্বাস না পেয়ে এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় সড়কের দু’পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ শেষে জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আবারও অবস্থান নিয়ে কর্মসূচি শেষ করে।
এসময় বিক্ষুব্ধরা জানান, গত ১৯ এপ্রিল বিকেলে সাদিক হোসেন ও আকাশ মিয়া মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে আকাশ ফোন করে সাদিকের পরিবারের সদস্যদের মোটরসাইকেল দুর্ঘটনার খবর জানায়। এ ঘটনায় সাদিক হোসেন মারা যান। এরপর সাদিকের স্বজনদের দুর্ঘটনায় বিষয়ে সন্দেহ হলে তারা মামলার উদ্যোগ নেন। এরপর এ ঘটনায় নিহতের বড় ভাই মোশাররফ হোসেন সাদিকের সঙ্গে ঘুরতে যাওয়া সেই যুবক আকাশ মিয়াকে একমাত্র আসামী করে গাইবান্ধা আদালতে হত্যা মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে গত ১০ মে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের হয়। তারই পরিপ্রেক্ষিতে গত ১ জুন আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে সাদিকের মরদেহ উত্তোলন করা হয়। মামলার একমাত্র আসামি ২২ বছর বয়সী আকাশ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে। অন্যদিকে নিহত সাদিক হোসেন (১৯) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আকবর আলীর ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলা দায়ের করার দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও আসামীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অতিদ্রুত আসামী আকাশকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে নিহত সাদিকে বাবা আকবর আলী, মা জেলেখা বেগম, মামলার বাদী বড় ভাই মোশাররফ হোসেন, প্রতিবেশী জাহিদ, পিয়াল, আনিসা বেগমসহ আরও অনেকে বক্তব্য দেন।