- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১১-২০২৪, সময়ঃ রাত ০৭:১৩
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সম্মেলন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে গণেশ মূরমূ সভাপতি ও জাফরুল ইসলাম প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ (বুধবার, ২০ নভেম্বর) দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম অস্থায়ী কার্যালয়ে সম্মেলন ও সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উপদেষ্টা আব্দুল মজিদ শেখের সভাপতিতে এবং সহ প্রচার সম্পাদক মোহালাইল ইসলাম প্রধানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাশ, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম মিজান সংগঠনের নানা সমস্যা ও অসহযোগিতার বিষয় তুলে ধরে অতিথি ও সংগঠনের সদস্যদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশনে ৩ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন রাফায়েল হাসদা। নতুন কমিটির সভাপতি গনেশ মুর্মু, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সিনিয়র সহ-সভাপতি রাফায়েল হাসদা, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকি, সহ-সাংগঠনিক সম্পাদক জামিন হেমব্রম, কোষাধ্যক্ষ সিমন কিস্কু, সহ-কোষাধ্যক্ষ আমিন হেমব্রম, দপ্তর সম্পাদক বিমল বেশরা, সহ-দপ্তর সম্পাদক বিকাশ মুর্মু, প্রচার সম্পাদক রতন হেমব্রম, সহ-প্রচার সম্পাদক মোহালাইল ইসলাম প্রধান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিলিপ সরেন, নারী বিষয়ক সম্পাদক মিসেস রুমেলা কিস্কু, কৃষি বিষয়ক সম্পাদক সাহারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবু মিয়া, ভূমি বিষয়ক সম্পাদক চঞ্চল কুমার মহন্ত ভূট্ট। এতে কার্যকরী সদস্য হিসাবে টাটু টুডু, ইব্রাহিম মন্ডল, আব্দুল খালেক শেখ, সুচিত্র চন্দ্র মহন্ত ফিলিপ টুডু, রুহুল আমিন, হবিবর রহমান, স্বপন, আইয়ুব আলী, সুশীল হেমব্রম, আবু তাহের, ছামেছ উদ্দিন, ফিলিপ খাঁ খাঁ, ময়রা হেমব্রম, সামুয়েল সরেন ও বিমল কিস্কুর নাম ঘোষণা করা হয়। এছাড়াও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, উপদেষ্টা মানবাধিকার কর্মী জাকিয়া শিশির, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রভাত টুডু, উপদেষ্টা আরিফুল ইসলাম মিজান, আব্দুল মজিদ, গণেশ হেমব্রম ও থমাস হেমব্রমের নাম ঘোষণা করা হয়।