- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৬
সুন্দরগঞ্জে কৃষকদের প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে।
আজ (সোমাবার, ১৮ নভেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবে আহবায়ক মো. মোশাররফ হোসেন বুলু প্রমুখ।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ হাজার ১০০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবে। এর মধ্যে ভূট্টা ৫৭০ জন, সরিষা ২ হাজার ৫০০ জন, মশুর ডাল ৭০ জন, খেশারি ডাল ৩০ জন, চিনাবাদাম ১৩০ জন, সূর্য্যমুখী ৩০ জন, অড়বর ৩০জন, মুখডাল ৮০, সোয়াবিন ৩০ জন , পেয়াজ ৩০ জন. গম ৬০০ জন। প্রতিজন কৃষক বীজের সাথে ২০ কেজি করে ডিএসপি ও এমপি সার পাবেন।