• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১১-২০২৪, সময়ঃ সকাল ১০:২০

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ



ক্রীড়া ডেস্ক►

আফগানিস্তানকে ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় ৬৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ে বিশাল রানে এই জয় পায় টাইগাররা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় খেলায় জিতে সিরিজে সমতা আনলো শান্ত বাহিনী।

শনিবার (৯ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৮ রানে রহমানুল্লাহ গুরুবাজের উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। এরপর দুই ব্যাটসম্যান সেদিকুল্লাহ ও রহমত শাহ ৫২ রানের জুটি গড়ে দলকে চাপ মুক্ত রাখেন। ব্যক্তিগত ৩৯ রানে সেদিকুল্লাহর উইকেট তুলে নেন একবছর পর ওয়ানডেতে ফেরা নাসুম আহমেদ। অধিনায়ক হাশমতুল্লাহ শাহেদীকে ফেরান আরেক পেসার মোস্তাফিজুর রহমান। 

এরপর এক রানের মধ্যে আজমতুল্লাহ ওমরজাই ও রহমত শাহর উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান দল। সেখান থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান মোহম্মোদ নবী ও গুলবাদিন নাইব। উইকেটে থিতু হওয়ার আগেই এই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন মিরাজ ও শরিফুল ইসলাম। এরপর দ্রুত আফগানদের বাকী ব্যাটসম্যানরা বিদায় নিলো ৬৮ রানের বড় জয় পায় সফরকারীরা। বাংলাদেশের নাসুম আহমেদ তিনটি এবং মিরাজ ও মোস্তাফিজুর রাহমান দুটি করে উইকেট পান। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তবে দলীয় ২৮ রানে তানজিদ হাসান তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়ে শান্তরা। এসময় দলের হাল ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার। সৌম্যকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৯৯ রানে সৌম্য সাজঘরে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলকে দেড়শ রানের ঘর পার করেন শান্ত। দলীয় ১৫২ রানে মিরাজ ফিরলেও মাঠ কামড়ে পড়েছিলেন শান্ত। ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

দলীয় ১৮৩ রানে শান্ত আউট হলে কিছুটা খেই হারায় বাংলাদেশ। তবে নাসুম আহমেদ ও জাকের আলির ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ রানের ঘর পেরোয় টাইগাররা।

সোমবার অনুষ্ঠিত হবে সিরিজ তৃতীয় ও শেষ একদিনের খেলা।