- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০২
গোবিন্দগঞ্জে ৪০০ পিস টাপেন্টাডল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০০ পিস টাপেন্টাডল মাদকসহ সফিকুল শেখ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (বুধবার, ৬ নভেম্বর) দুপুরে উপজেলার বাগদাফার্মের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিকুল শেখের বাড়ি পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য, তিনি মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগদা ফার্ম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার সদস্যরা অভিযান চালায়। এসময় সফিকুল শেখের কাছে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট মাদক পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।