• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-১১-২০২৪, সময়ঃ সকাল ১১:১২

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাসেল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত রাসেল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ার দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়ার সৈয়দ আহমদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বন্ধুর বাইক নিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার যায় রাসেল। ফেরার পথে বকচর এলাকায় তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।