- মাধুকর প্রতিনিধি
- ৮ ঘন্টা আগে
বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন
শিক্ষা ডেস্ক►
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সয়সীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া একজন প্রার্থীকে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার বিধি সংযোজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয় ওই বৈঠকে।
এরপর আজ বৈঠকে সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিনবারের পরিবর্তে চারবার পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।