- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক►
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বেফাঁস মন্তব্যর প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের গাইবান্ধা পৌরপার্ক থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মেহেদী হাসান, বায়েজিদ বোস্তামি জিম, কাফি ইসলাম লিমনসহ সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, গেল ২৪ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ড. ইউনুস সরকারকে ফ্যাসিস্ট সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এমন মন্তব্যর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ মশাল মিছিল করে।