• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৫

ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসনে রেগুলেটর নির্মাণের দাবিতে সমাবেশ



ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জলাবদ্ধতা নিরসনে রতনপুর এলাকার ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ এবং উদাখালি খাল সংস্কারের দাবিতে সমাবেশ করেছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি।

সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে আজ (সোমবার, ২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিরবাজার বটতলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কয়েকদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মোশাররফ হোসেন নান্নু, জেলা সভাপতি রেবতি বর্মণ, গোলাম মোস্তাফা, গোপাল কৃষ্ণ রায়,আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, উত্তম বর্মণ, বিহারী শেখ প্রমুখ।

স্মারকলিপিতে তাদের উল্লেখিত দাবিগুলো হচ্ছে:

ফুলছড়ি উপজেলা উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রতনপুর নামক স্থানে স্লুইস গেট নির্মাণ, উদাখালী খাল সংস্কার, সামাজিক সুরক্ষা ভাতা (বয়স্ক, বিধবা) প্রভৃতি মাসিক ১০ হাজার টাকা এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বয়সসীমা ৬০ বছর নির্ধারণ করা।