• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না রাখা, মেয়াদোত্তীর্ণ দই রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ১৮ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। 

আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) বাজার মনিটরিংয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স কমিটির জেলা আহ্বায়ক মো. মশিউর রহমান। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এদিন শহরের পুরাতন বাজার ও সদর উপজেলার দারিয়াপুর হাটে বাজার মনিটরিং করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক, ক্যাব-এর সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, শিক্ষার্থী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাজার মনিটরিংয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচের আড়ত এবং অন্যান্য সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করা হয়। এছাড়াও ডিম, পোল্ট্রি মুরগি, মাংস ও মুদি দোকানও পরিদর্শন করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা রশিদ রাখার নির্দেশনা, মুল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা এবং সরকার কর্তৃক যেসব পন্যের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সেসব পন্য সরকার নির্ধারিত দামেই বিক্রির নির্দেশনা দেয়া হয়। অন্যথায় প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সেইসঙ্গে অবৈধভাবে দোকানের বাইরে রাস্তা দখল করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।