• মাধুকর প্রতিনিধি
  • ১৩ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে নাতি ও নাত-বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যুর অভিযোগ



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতি ও নাত-বউয়ের লাঠির আঘাতে দাদা আব্দুল খালেক ভোলা (৭১) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল খালেক ওই গ্রামের আছর উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় পুলিশ নাতি আলম মিয়া ও নাত-বউ রেখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে নাতি বউয়ের শিশু সন্তানের মলমূত্র ফেলাকে কেন্দ্র করে দাদার সাথে নাতি ও নাতি বউয়ের কথাবার্তার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নাতি আলম মিয়া ও নাতি বউ রেখা বেগমের লাঠির আঘাতে ঘটনাস্থলেই দাদা আব্দুল খালেক ভোলার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে আটক নাতি ও নাতি বউকে গ্রেপ্তার করে। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তেরি করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেলিম রেজা জানান, এ নিয়ে নিহতের ছেলে সাজু মিয়া বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। আজ (সোমবার, ২১ অক্টোবর) আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।