• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১০-২০২৪, সময়ঃ রাত ০৭:০২

সুন্দরগঞ্জে ৪ গুণী শিক্ষককে সম্মাননা দিলো ‘প্লান’



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুণী শিক্ষক সম্মাননা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্লান সুন্দরগঞ্জের আয়োজনে আজ (শনিবার, ১৯ অক্টোবর) পড়ন্ত বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্লান সুন্দরগঞ্জ গুণীশিক্ষক সম্মাননার আলোচনা অনুষ্ঠিত হয়। 

প্লান সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাওন আজমানের সভাপতিত্বে ও পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক মো. আমিরুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, রংপুর মেট্রো নার্সিং কলেজের পরিচালক ইমরুল সাহেদ তন্মময়, উপজেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক এস এম নাহিদ আলম রাব্বি, সাহিত্যিক ও সংগঠক কঙ্কন সরকার, ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া প্রমুখ।

সংবর্ধিত গুণী শিক্ষকরা হচ্ছেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাইফুল হোসেন মন্ডল, রসায়ন বিভাগের প্রভাষক আব্দুর রব্বানী সরকার, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক কান্তি ভূষণ সরকার ও বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবু রায়হান মিয়া। 

পরে গুণীশিক্ষকগণের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদের অতিথিবৃন্দ। এর আগে অতিথি এবং গুণীশিক্ষকদের ফুলের শুভেচ্ছা জানান প্লান সুন্দরগঞ্জের সাধারন সম্পাদক শাহিন মিয়া ও যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা কেয়া।