• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৪৭

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে ইউডিসি উদ্যোক্তাদের মানববন্ধন



তুষার আচার্য্য,রংপুর►

উদ্যোক্তা পদ বাতিল করে ডাটা এন্ট্রি অপারেটর পদে পদায়ন, জনপ্রতিনিধিদের দ্বারা বরখাস্ত হওয়া উদ্যোক্তাদের পুনর্বহালসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বিভাগের ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

আজ (শনিবার, ১৯ অক্টোবর) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন উদ্যোক্তারা। 

এ সময় তারা বলেন, বাংলাদেশের ৪৫৭৮টি  ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পরিচালিত চুক্তিপত্র দ্বারা আবদ্ধিত শ্রম (যা ১৯৭২ সালের সংবিধানের ৩৪/১ অনুযায়ী নিষিদ্ধশ্রম নামে পরিচিত)। নিষিদ্ধ শ্রম বাতিল করে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণপূর্বক নিয়োগ পত্র প্রদান ও রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।ইউডিসির জাতীয় পরামর্শক হিসেবে গত ১৪ বছর যাবত এটুআই এর দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্মকর্তা ও সহযোগী বিভিন্ন প্রকল্প ও ট্রেনিংয়ের নামে যে অর্থ ব্যয় করেছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। দৈনিক আয় ব্যয়ের হিসাব বন্ধ করে প্রতিবছর অডিট কার্যক্রম পরিচালনা করতে হবে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ  ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আশরাফ আলী জানান,এখন হাতের নাগালে ইন্টারনেট সেবা থাকায় অনেকেই নিজেদের কাজ নিজেরাই করছে। যার ফলে ডিজিটাল সেন্টারে মানুষ কম আসায় তারা আয় বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে কাটাতে হচ্ছে। 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নুরেস্তা আক্তার বলেন,উদ্যোক্তা হিসেবে বিগত বছরগুলোতে নাগরিকদের সরকারের সেবা প্রদান করলেও তারা সবসময় বেতন ভাতা বঞ্চিত থেকেছেন। চাকুরীর বয়স শেষ হওয়ায় চিন্তা নিয়ে ঘুরতে হচ্ছে। এজন্য তাদেরকে বাঁচাতে ডাট এন্ট্রি পদে নিয়োগ দিয়ে সরকারি বেতন ভাতা দিতে হবে। 

বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি রংপুরের সভাপতি মোখলেসের রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন,কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন, রফিকুল ইসলাম,আহসান হাবিব প্রমুখ।