- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৩
ফুলছড়ির পূজামণ্ডপগুলোতে বিএনপি নেতার আর্থিক অনুদান
আমিনুল হক, ফুলছড়ি►
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) বিকেলে উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা, উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কালির বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ।
এসময় মাহমুদুন্নবী টিটুল বলেন, পতিত সরকারের দোসররা জনদৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেয়া হবে না। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বিএনপি।
তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। দলমত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।