- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৭
দুর্গোৎসবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জ, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু, সাধারন সম্পাদক আল্পনা গোষ্মামী, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মনোয়ার আলম সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন পুজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দাস, রামজীবন ইউনিয়ন সভাপতি সুনিল কুমার সরকার প্রমুখ।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৩টি পুজা মন্দির বা মন্ডপে শারদীয় দুগোৎসব পালিত হবে। প্রতিটি মন্দিরে ২ জন নারীসহ ঝুকি মোতাবেক ৬ হতে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, টহল টিম, নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। সভায় প্রতিটি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।