• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২১

৬ দফা দাবীতে বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ ও মানববন্ধন



দিনাজপুর প্রতিনিধি  ক্ষতিপুরনসহ ৬দফা দাবীতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ চক মহেশপুর, বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা, মোবারকপুর, জব্বরপাড়া দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট),পূর্ব জব্বরপাড়া, সাহাগ্রাম, দূর্গাপুর ও হামিদপুরসহ ১১টি গ্রামের ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।  আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে খনি গেটের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এ উপলক্ষে সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামের বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটে এসে অবস্থান নেন। পরে সেখানে সড়কের দুই পাশে দাবী সম্মলিত ব্যানার-ফেষ্টুন হতে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা। এসময় তারা ৬দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। দাবী গুলোর মধ্যে রয়েছে,খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার হতে স্থায়ী চাকুরী দিতে হবে। ক্ষতিগ্রস্থ এলাকার ১১টি গ্রামের বাড়ীঘর ফাটল, কাঁপুনি, ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তাদেরকে দ্রুত পুনঃবাসনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্থ এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করে দিতে হবে। ক্ষতিগ্রস্থদের এককালীন ক্ষতিপূরণের টাকা দিতে হবে। ক্ষতিগ্রস্থদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পূর্ণনির্মান করে দিতে হবে। সেইসাথে যেসকল ক্ষতিগ্রস্থদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে শতকরা ৫% হারে তাদেরকে কয়লা উৎপাদন বোনাস  দিতে হবে। মানবন্ধনে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম মন্ডল,সাধারণ সম্পাদক আল বেরনী,সহ-সাধারণ সম্পাদক সাতার ইকবাল নয়ন,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। এসময় সংগঠনের অন্যন্য সদস্যরাসহ বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ এলাকার ১১টি গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, খনি এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা সবসময় অতংঙ্কে থাকি। বর্তমানে বাড়ীঘর ফাটলসহ কাঁপুনির কারনে রাতে শান্তিতে ঘুমাতে পারছিনা। প্রতি মূহুর্তে সামনে বিপদ দেখছি। ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। তারা আরও বলেন, কয়েক দফায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষ আমাদের প্রতি গুরুত্ব না দিয়ে টালবাহানা করছেন। সেকারনে আমরা বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের ক্ষতিপূরণের জন্য হস্তক্ষেপ কামনা করছি। তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে খনি কর্তৃপক্ষ আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নসহ সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে, আগামীতে খনি ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন গ্রহন করেননি।