- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৯-২০২৪, সময়ঃ রাত ০৮:১২
ঘাঘট লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা শহরের ঘাঘট লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার যৌগ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
এসময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শহরের ঘাঘট লেকে প্রথম অভিযান শুরু করা হলো। লেকে কচুরিপানা জমে থাকায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। লেক পরিষ্কার থাকলে পানির স্রোত অব্যাহত থাকবে। এতে পৌর শহরে কোনো ময়লা পানি জমতে পারবে না।’
জেলায় যেসব জায়গা অপরিচ্ছন্ন রয়েছে, সেগুলো পরিষ্কার করা দরকার জানিয়ে তিনি বলেন, আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে শুধু লেক পরিষ্কার হবে তাই নয়; আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয় সেই ব্যবস্থা সবাই মিলে করব।’
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানসহ আরও অনেকে।