• মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

গাইবান্ধায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত



নিজস্ব প্রতিবেদক►

জীবাশ্ম জ্বালানিতে নয় বরং দেশ পূর্ণ গঠনে  বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে  নবায়নযোগ্য জ্বালানিতে  বিনিয়োগ করার আহ্বান জানিয়ে গাইবান্ধায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে আজ (শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এং কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ কর্মসূচিতে বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয় মারুফ হাসান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলার সহকারী সমন্বয়ক ওয়াকিল আহম্মেদ জায়েদ , কাফি ইসলাম লিমন, রায়য়ান রিফাদসহ আরো অনেকে।

বক্তারা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ এবং প্লাস্টিকের ব্যবহার না করা দাবি জানান। সেইসঙ্গে জীবাশ্ম জ্বালানিতে নয় বরং দেশ পূর্ণ গঠনে  বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে  নবায়নযোগ্য জ্বালানিতে  বিনিয়োগ করার আহ্বান তারা।