- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৯-২০২৪, সময়ঃ রাত ০৮:১৭
গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি পর্ব শেষে গাইবান্ধার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ-শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এর আগে, গেল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ।