- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৯-২০২৪, সময়ঃ রাত ০৭:২৭
সুন্দরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন সরকার বাদশা (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের মহিলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন সরকার বাদশা উপজেলার পশ্চিম বেলকা গ্রামের সৈনিক পাড়া গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার হাসপাতাল সড়কে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলা শহরের বাসা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বেলকায় যাচ্ছিলেন ব্যবসায়ী রুহুল আমিন সরকার বাদশা। এ সময় মহিলা বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান, এ নিয়ে এখনও কোনো প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি।