• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৯-২০২৪, সময়ঃ রাত ০৯:১৭

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা শাখার উদ্যোগে আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক  মইনুল হক, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মহিউদ্দিন চিসতিও রাজ্যে শহীদুল্লাহসহ প্রমুখ।

বক্তারা  বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর  জন্মদিন উপলক্ষে সকল উম্মতের দায়িত্ব তার দিকনির্দেশনা নিয়ে  চলতে হবে। একইসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।