• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৯-২০২৪, সময়ঃ রাত ০৭:৫৩

সাঘাটায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৫



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গেল রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুকড়াহাট পোড়াগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আফছার আলী প্রধানের সাথে ফজলু প্রধানের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই গেল রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আফছার আলী প্রধান ও তার স্বজনেরা ফজলু প্রধানের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ফজলু প্রধান এবং তার স্ত্রী-সন্তানসহ পাঁচজন আহত হন।

আহতরা হলেন: কুকড়াহাট পোড়াগ্রামের মৃত শুটকু প্রধানের ছেলে ফজলু প্রধান; তার স্ত্রী লিলি বেগম, তাদের সন্তান লিটন প্রধান, লিমন প্রধান ও শিউলী বেগম। এদের মধ্যে ফজলু প্রধান স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন; তবে বাকীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে