• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৯-২০২৪, সময়ঃ রাত ০৮:১১

মহিমাগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের ক্লাস ফাঁকির অভিযোগে মানববন্ধন



মহিমাগঞ্জ (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে আলহাজ্ব আছাব আলী ফাজিল মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ক্লাস ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

আজ (রবিবার, ১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জগদীশপুর গ্রামে মাদরাসা ক্যাম্পাসের সামনে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শিক্ষানুরাগী এমএ মোত্তালিব তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিগত কয়েক বছরে লেখাপড়ার মান অনেক নিচে নেমে গেছে। শিক্ষকদের অনিয়মের কারণে এখানে নিয়মিত পড়াশোনা হয় না। 

শিক্ষকদের ক্লাস ফাঁকির অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকরা নিয়মিত মাদরাসায় আসেন না। এ কারণে শিক্ষার্থী উপস্থিতির হারও অনেক কম। বর্তমানে এখানে লেখাপড়ার মান একেবারে তলানীতে ঠেকে গেছে। অবিলম্বে ঐতিহ্যবাহী এই মাদ্রাসায় শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ক্লাসমুখী করে লেখাপড়ার মান বৃদ্ধির দাবি জানান বক্তারা।

অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন জুলফিকার আলী, টিটন, ফুল মিয়া, নবাব আলী ও শান্ত প্রমুখ।