- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:৫৩
সম্প্রীতি রক্ষায় নৈরাজ্য বন্ধে গাইবান্ধার তুলসীঘাটে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতা ও নৈরাজ্য বন্ধের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ (বুধবার, ৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তুলসীঘাট চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। আন্দোলনে বিজয়ের পর ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি-দোকানপাট-উপাসনালয়, থানাসহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনা, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা রুখে দাঁড়াতে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
তুলসীঘাট বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠানে অনেকে চাঁদাবাজির চেষ্টা করছে জানিয়ে বক্তারা বলেন, আমরা ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। যারা তুলসীঘাটে চাঁদাবাজির চেষ্টা করছেন তাদের রুখে দেওয়া হবে। বক্তারা গাইবান্ধাসহ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নৈরাজ্য বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।