- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৬
গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্র-জনতার গণমিছিল
নিজস্ব প্রতিবেদক►
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ‘গণমিছিল’ করেছে ছাত্র-জনতা।
আজ (শুক্রবার, ২ আগস্ট) জুমার নামাজের পর জেলা শহরের বড় মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়, ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের বড় মসজিদের সামনে থেকে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি কাচারি বাজার, পৌরপার্ক পেরিয়ে আসাদুজ্জামান মার্কেটের সামনে ট্রাফিক মোড়ে পৌঁছায়। সেখানে রাস্তায় বসে অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে বন্ধ হয়ে যায় ডিবি রোডের যানবাহন চলাচল।
এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাঠি-গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’-সহ নানা স্লোগান দেন। পনের মিনিট পর আবারও গণমিছিল শুরু হয়। মিছিলটি সার্কুলার রোড হয়ে, শনি মন্দির সড়ক দিয়ে আবারও পৌরপার্কের সামনে ডিবি রোডে উঠে এগিয়ে যেতে থাকে। পরে পুরাতন জেলখানা মোড়ে জিরো পয়েন্টে মিলিত হয় ছাত্র-জনতা।
এ সময় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।