• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৭-২০২৪, সময়ঃ রাত ০৮:১৬

গাইবান্ধায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। পৌরসভার কনকরায় এলাকায় অবস্থিত ইসকন মন্দির থেকে গতকাল বিকেলে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিএইড রোড কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় কয়েক হাজার সনাতন হিন্দু নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অন্যান্যের মাঝে অংশ নেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ, শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতো ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু রণজিৎ বকসি সূর্য।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রচার কেন্দ্র, কনকরায় (তিনগাছতল) গাইবান্ধার উদ্যোগে এ উৎসব আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। সেদিন ভিএইড রোড কালীবাড়ি মন্দির থেকে উল্টো রথযাত্রা বের হয়ে পুণরায় কনকরায় ইস্কন মন্দিরে গিয়ে শেষ হবে।