- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-৯-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:১৯
“দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে র্যাব”
নিজস্ব প্রতিবেদক►
দুর্গাপূজায় নিরাপত্তা দিতে র্যাব কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আনিচ উদ্দিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকসহ আমাদের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে র্যাবের কন্ট্রোল রুমে জানানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদসহ আরও অনেকে।
এর আগে র্যাবের কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন কেন্দ্রীয় মন্দিরটি ঘুরে দেখেন।
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হবে। এবার জেলার ৭টি উপজেলার ৫৮৬টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।