- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১০-২০২৪, সময়ঃ রাত ০৭:২১
৪ মডেলের মোটরবাইক নিয়ে দেশের বাজারে রয়্যাল এনফিল্ড
মাধুকর ডেস্ক►
ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটরবাইকের কথা বললেই মানসপটে ভেসে ওঠে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ছবি। এখন বাংলাদেশেও পাওয়া যাবে এই মোটরবাইক।
আজ (সোমবার, ২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি মডেলের মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে রয়্যাল এনফিল্ডের শোরুমও চালু করা হয়।
দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের মোটরবাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি গোবিন্দরাজন, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ এবং রয়্যাল এনফিল্ডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা যাদবিন্দর সিং গুলেরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ড শীর্ষস্থানীয় মধ্যম ঘরানার মোটরবাইক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এরই মধ্যে রয়্যাল এনফিল্ড যুক্তরাজ্য, কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। গত বছর আমরা নেপালে সিকেডি অপারেশন চালু করে আমাদের আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করেছি। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা মধ্যম ঘরানার মোটরবাইক সেগমেন্টে বিশ্বব্যাপী নেতৃত্বের অবস্থান নিশ্চিত করেছি। মোটরবাইকের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বাংলাদেশেও এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে।
দেশের বাজারে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের পরিবেশক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা রয়্যাল এনফিল্ডের মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত বাংলাদেশের বাইকাররা (বাইকচালক) রাস্তায় একটি নতুন অভিজ্ঞতা পাবেন। সারা দেশে নিজস্ব এবং ডিলার নেটওয়ার্কের মাধ্যমে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে অবস্থিত রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানায় ৩৫০ সিসি ক্যাটাগরিতে হান্টার, মিটিওর, ক্লাসিক এবং বুলেট এই চারটি ফ্ল্যাগশিপ মডেলের মোটরবাইক উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকায় রয়্যাল এনফিল্ডের প্রথম ফ্ল্যাগশিপ প্রদর্শনী কেন্দ্রও চালু করা হয়েছে।
হান্টার মডেলের মোটরবাইকটির দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্লাসিক ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেট ৪ লাখ ১০ হাজার টাকা ও মিটিওর ৪ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রং, বিভিন্ন সুবিধা যুক্তের জন্য বাড়তি অর্থ গুনতে হবে। আগামীকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী অনলাইন এবং প্রদর্শনী কেন্দ্র থেকে অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। তখন থেকেই দেশের বাজারে রয়্যাল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। আর তাই রয়্যাল এনফিল্ড মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ভিড়ও করেন বাইকাররা, যাঁদের অনেককেই মোটরবাইকটি পরখ করার সুযোগ দেওয়া হয়।