- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩১
১৪ই ডিসেম্বর ঘোড়াঘাট মুক্ত দিবস
ঘোড়াঘাট প্রতিনিধি ►
১৪ ডিসেম্বর হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা। ঘোড়াঘাট উপজেলা হিলি ও বিরামপুর সিমান্তবর্তীর নিকটে হওয়ার কারণে হানাদার বাহীনি ঘোড়াঘাটের চতুর্দিকে একাধিক চৌকি ও তাদের অস্থায়ী ক্যান্টনমেন্ট গড়ে তোলে।
ডিসেম্বরে মুক্তি বাহিনীসহ যৌথবাহিনীর অব্যাহত গেরিলা হামলার মুখে ১৩ ডিসেম্বর গভীর রাতে ঘোড়াঘাট সিমান্তর্তী গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভিতর দিয়ে হানাদার বাহিনী পালিয়ে যায়। ১৪ই ডিসেম্বর প্রতুষ্যে উপজেলার আপামর জনতা বিজয় আনন্দে মেতে উঠে। ঘোড়াঘাট উপজেলা থেকে প্রায় ৪১জন যোয়ান মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করেছিল বলে একটি তথ্যে জানা যায়।
তার মধ্যে ১৩জন শহিদ হন। মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীরা বিভিন্নস্থান থেকে নিরীহ লোকজনকে ধরে এনে স্থানীয় ডাকবাংলা, পাশ্ববর্তি পানি উন্নয়ন বোর্ড ও লালদহ বিল সংলগ্ন স্থানে নির্মমভাবে হত্যা করে রাখে। তাদের স্মৃতিরক্ষার জন্য স্বাধীনতার ৪৩ বছরেও আজও দর্শনীয় কোন স্মৃতি সৌধ নির্মান করা হয়নি।