• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৩৭

হ্যাটট্রিক জয় তুলে নিলো বাংলাদেশ নারী হকি দল



মাধুকর ডেস্ক►

হকি ফাইভ এ সাইড এশিয়া কাপ টুর্নামেন্টে ওমানের সালালায় হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। শনিবার (২৬ আগস্ট) এক ম্যাচে ইরানকে ৯-৩ গোলে হারানোর পর ওমানকে ৯-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

ওমানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন রিয়া। এ নিয়ে টানা তিন ম্যাচেই ম্যাচসেরা হলেন তিনি। এছাড়া অর্পিতা পাল, সানজিদা মনি, মোসাম্মাত আক্তার এবং ফারদিয়া রাত্রি একটি করে গোল করেছেন।

প্রথমবারের মতো ফাইভ এ সাইড আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেও টানা তিন ম্যাচে জয় বাংলাদেশ দলের জন্য বড় অনুপ্রেরণার জায়গা। প্রথম ম্যাচে হারের পর টানা এই তিন জয় এলো বাংলাদেশের ঝুলিতে।

স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের অধীনেই ছিল। বল পজিশন, আক্রমণ সব দিক থেকেই বাংলাদেশ এগিয়ে ছিল। ওমানের নারী দল শনিবার নিজেদের মাটিতে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে।

আজ রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টায় হংকং এর মুখোমুখি হবে বাংলার মেয়েরা। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে। একই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ পুরুষ হকি দলও।