- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
হরিনাম সংকীর্তন ও লীলাকীর্তন পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার কালীবাড়ি হরিবাস কমিটির উদ্যোগে ৫৬ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন অন্যান্য দিনের মত পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, প্রফেসর সমীর কুমার সরকার, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী প্রমুখ।
৭০তম এই অধিবেশন আগামী ২৫ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে নামসুধা পরিবেশন করছেন যশোর জেলার কল্যাণী সম্প্রদায়, সাতক্ষীরার মা গঙ্গাদেবী সম্প্রদায়, সিরাজগঞ্জের মা সারদাদেবী সম্প্রদায়, বগুড়ার মা পার্বতী সম্প্রদায়, নড়াইলের রাধাগোবিন্দ সম্প্রদায় এবং স্বাগতিক গাইবান্ধার কৃপাকর সম্প্রদায়। এছাড়া লীলাকীর্তন পরিবেশন করবেন রংপুরের হৃদয় পাল, লালমনিরহাটের মাধব রায় ও গাইবান্ধার মুক্তি রানী রায়।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রামেশ্বর চন্দ্র সাহা জানান, আগামী ২৬ডিসেম্বর অরুণোদয়ে মহানামে নগর কীর্তন, মধ্যাহ্নে শ্রীমন্মহাপ্রভুর ভোগ, ভোগ দর্শন, মহাপ্রসাদ বিতরণঅন্তে স্বকৃপায় মোহন্ত বিদায়ের মাধ্যমে ৭০তম অধিবেশনের সমাপ্তি ঘটবে। তিনি উৎসবে সকলকে প্রসাদ গ্রহণের আহবান জানান।