• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:০৭

সৈয়দপুরে নানা কর্মসূচীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে পালন



সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এই প্রতিপাদ্যে সারাদেশের মত সৈয়দপুরেও নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়। 

সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্যালয়ে কুরআন খানী ও দোয়া মাহফিল শেষে বেলা সারে ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল রায়হান। 

অনুষ্ঠানসমুহে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, নিসচা সৈয়দপুর উপজেলা সভাপতি সানজিদা বেগম লাকী, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী, সৈয়দপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল হক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নিসচা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, ঠিকাদার মোস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু সহ নিসচা সদস্যরা।