• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৩

সুন্দরগঞ্জে জামিউল ইসলামী পাঠাগার উদ্বোধন



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের জিগারতল নামক স্থানে জামিউল ইসলামী পাঠাগার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার তারাপুর জিগারতল চাতালে তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, উপজেলা প্রেসকাব সভাপতি ও স্কাউট সম্পাদক শাহাজান মিঞা, সুপার মাওলানা আবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা হাসিবুল হাসান বুলবুল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মীরগঞ্জ আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম রুহুল আমিন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, থানার এসআই আরিফুজ্জামান আরিফ প্রমুখ। এর আগে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।