• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:৪২

সাদুল্লাপুরে বিদ্যাপীঠের অভিভাবক ও সুধী সমাবেশ 

সাদুল্লাপুরে বিদ্যাপীঠের অভিভাবক ও সুধী সমাবেশ 

সাদুল্লাপুর প্রতিনিধি ►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ফ্রেন্ডস্ এ.বি.আর.এস শিবরাম আর্দশ বিদ্যাপীঠ এর অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরিবার বিকেলে প্রতিষ্ঠানটির চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, প্রধান আলোচক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেণ, প্রধান শিক্ষক এনশাদ আলী, শিক্ষক এটিএম রেজাউল করিম, সাবেক ভিপি আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন, ফ্রেন্ডস্ এ.বি.আর.এস শিবরাম আর্দশ বিদ্যাপীঠের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল, সহকারী অধ্যক্ষ নুরুন্নবী বাদশা প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।