- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৫২
সাদুল্লাপুরে নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের সংবর্ধনা ও বরণ
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের আজ মঙ্গলবার সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ অলিউর রহমান ফরাজী মিলন। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহারিয়া খান বিপ্লব, বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউআরসি’র ইন্সট্রাক্টর একেএম আজিজুল বারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম ও সহসভাপতি প্রধান শিক্ষক মোঃ মতলুবর রহমান, সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সহকারি শিক্ষক মোঃ শাহ জামাল, সহকারি শিক্ষক মোছাঃ মনিরা আকতার মনি প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক আকুল আকন্দ ও সহকারি শিক্ষক রোজিনা খাতুন।
এর আগে উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।