- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:০৭
সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় জাতীয় পুষ্টি (০৭ জুন-১৩ জুন) সপ্তাহ-২০২৩ পালিত। "মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আবসরপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, প্রবীন সংগঠনের মুখপাত্র, প্রবীন, সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম মন্ডল।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডি সি ডাঃ আবু বক্কর সিদ্দিক অনিক, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন, সাংবাদিক শাহজাহান সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রব্বানী।