• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১১-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫১

সাঘাটায় ঝুকিঁনিরুপন-ঝুকিঁহ্রাস কর্মপরিকল্পনা বৈধতাকরণ সভা



সাঘাটা প্রতিনিধি ►

বে-সরকারী সংস্থা এসকেএস ফাউণ্ডেশনের বাস্তবায়নে কনসার্ন ওয়াল্ড ওয়াইডের সহযোগীতায় ইকোর অর্থায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫টি ইউনিয়নে স্কেলিং-আপফ্লাড ফোরকাস্ট-বেসডঅ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল) দ্বিতীয় ফেইজ কমিউনিটি ঝুকিঁনিরুপন (সিআর এ) ঝুকিঁহ্রাস কর্ম পরিকল্পনা-আগাম কর্ম পরিকল্পনা বৈধতাকরণ সভা গত ২৪ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, মৎস কর্মকর্তা এমদাদুলহক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, প্রাণী সম্পদ কর্মকর্তা রেবা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, সুফল প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সাহা, রওশন আলম ও এফাজ আহমেদ প্রমুখ।