- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১০
সাঘাটায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বরণ সভা অনুষ্টিত হয়েছে।
আজ (বুধবার, ২৭ নভেম্বর) সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার(ভূমি) মনোরঞ্জন বর্মন-এর সঞ্চালনায় স্বরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াত ইসলামীর সাংগাঠনিক সেক্রেটারি সহকারী প্রভাষক এনামুল হক সরকার, বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডল, ছাত্র প্রতিনিধি শুভ আহমেদ, আতিকুর রহমান, শহিদুল ইসলাম বাদল, সোহাগ ও সবুজ।
এ স্বরণ সভায় ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।