• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৪-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৭

সাঘাটায় এসকেএস সমৃদ্ধি প্রকল্পের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক ►

সাঘাটা ইউনিয়নে বাস্তবায়িত সমৃদ্ধি প্রকল্পের আওতায় এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় প্রকল্পটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে একদশক ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। চর অধ্যুষিত এলাকাটিতে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জন্য চক্ষু সেবার ঘাটতি পূরনের জন্য মঙ্গলবার আয়োজন করা হয় চক্ষু ক্যাম্প।

এসকেএস চক্ষু হাসপাতালের এমবিবিএস, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ এসএম বরাত-উল ইসলাম এবং মেডিকেল অফিসার ডাঃ এম এ আউয়াল। ক্যাম্পে ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। উক্ত ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট।

এছাড়া উপস্থিত ছিলেন পরিষদ সদস্যবৃন্দ, প্রবীন কমিটির সভাপতি সামছুল হক, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা আইভি আক্তার ও নূর-মোহাম্মদ সহসমৃদ্ধি প্রকল্পের সকল কর্মীবৃন্দ।