• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১১-২০২৪, সময়ঃ সকাল ১০:১২

সর্বজনীন শিশু দিবস আজ 



আন্তর্জাতিক ডেস্ক►

আজ ২০ নভেম্বর, সর্বজনীন শিশু দিবস। বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। সেই থেকে প্রতিবছর এই দিনটি সর্বজনীন শিশু দিবস হিসেবে পালিত হয়। 

দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘অন্তর্ভুক্তি, প্রত্যেক শিশুর জন্য’। অর্থাৎ যে কোনো সমাজ, সম্প্রদায় বা জাতীয়তার প্রত্যেক শিশু সমান অধিকারের অধিকারী। এ দিবস বিভিন্ন সভ্যতার শিশুদের মধ্যে বৈষম্য দূর করার ওপরেও জোর দেয়। বিশেষ এই দিনে ইউনিসেফ শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে সমর্থন আদায় করে; শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়ায় এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্বনেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে।

বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে (১৭ মার্চ) শিশু দিবস হিসেবে পালন করা হয়। অন্যদিকে অক্টোবরের প্রথম সোমবারকে ধরা হয় বিশ্ব শিশু দিবস। আন্তর্জাতিক অঙ্গনে জুনের ১ তারিখ শিশু দিবস। আর সর্বজনীন শিশু দিবস পালন করা হয় ২০ নভেম্বর।