- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১০-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৪
সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক►
প্রথম ম্যাচে বাজেভাবে হারের দুঃস্মৃতি ভুলে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ভারতের বিপক্ষে সিরিজে সমতা আনার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (বুধবার, ৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও দ্বিতীয় ম্যাচ হেরে গেলে সব আশা ধুলিসাৎ হয়ে যাবে বাংলাদেশের। যদিও প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে যেভাবে ধরাশায়ী হয়েছে তাতে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে বাংলাদেশের।
এর আগে ভারতের বিপক্ষে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেজন্য আজকের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
বাংলাদেশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
ভারত:
সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, অর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।