• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৭

রাহুল গান্ধীর সাজা স্থগিত, ফিরে পেলেন এমপি পদ



মাধুকর ডেস্ক►

মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের গুজরাটের সুরাটের একটি আদালত। এবার সেই সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। আজ শুক্রবারের (৪ আগস্ট) এ রায়ের মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টের এমপি পদ ফিরে পেলেন রাহুল। এমনকি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতেও তাঁর আর কোনো বাধা থাকল না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোদির পদবি নিয়ে মন্তব্য করায় কংগ্রেসের সাবেক এ সভাপতির বিরুদ্ধে ২০১৯ সালে মানহানি মামলা হয়েছিল। মামলাটি করেছিলেন গুজরাট প্রশাসনের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি। সে মামলায় গুজরাটের আদালত তাঁকে ২ বছরের সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেন তিনি।

বিচারপতি আরএস গাভাই এবং পিকে মিশ্রের বেঞ্জ দুই বছরের সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছে শুক্রবার। শুনানির সময় দুই বিচারপতির বেঞ্চ বলেন, মানহানি মামলায় রাহুলকে দুই বছরের সাজা দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি গুজরাটের আদালত। এ কারণে তাঁকে দেওয়া সাজা স্থগিত করা প্রয়োজন।  

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় নরেন্দ্র মোদির পদবি নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে।