- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩২
রংপুরে গণসমাবেশ সফল করার লক্ষ্যে গাইবান্ধায় বিএনপি‘র প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক ►
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক নির্যাতন- হত্যার প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল লক্ষে গাইবান্ধা জেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল হতে দুপুর ব্যাপী শহরের মধ্যপাড়া এমএন কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এ,জেড,এম জাহিদ হোসেন।
তিনি বলেন- আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় সমাবেশে নতুন করে ইতিহাস তৈরি করতে হবে। কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবেনা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি বাতিল করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব হারুন অর রশিদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম,সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ অন্যান্য নের্তৃবৃন্দ।
সভাপতিত্ব করেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। সঞ্চালনা করেন- গাইবান্ধা জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।