- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৪
বিএনপির এক দফা খাদে পড়ে গেছে: ওবায়দুল কাদের
মাধুকর ডেস্ক►
বিএনপির এক দফা খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এক দফা নয়া পল্টনের কাঁদা পানিতে আটকে গেছে। শেখ হাসিনা বেঁচে থাকতে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না।
আজ শুক্রবার (২৮শে জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আইন মানে না। সেজন্য তারা লাফালাফি করে। তারা কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে নিজেদের পক্ষে কথা বলায়। এত টাকা তারা পেলো কোথায়? তারেক রহমান যত আস্ফালন করছে বাংলাদেশের মানুষ ততই তার বিরুদ্ধে ক্ষেপে উঠছে। কারা কারা ঘন ঘন লন্ডন যাচ্ছেন, তারেক রহমানের হাতে ডলার তুলে দিচ্ছে তা আমরা জানি।
তিনি আরও বলেন, যারা আমার মাতৃভূমির স্বাধীনতাকে ভূলন্ঠিত করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের হাতে কখনো আমরা ক্ষমতায় দিতে পারি না। রাস্তা বন্ধ করতে এলে আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেয়া হবে। দেশ বিদেশী শক্তি যারা চোখ রাঙিয়ে কথা বলছে, তাদের বলতে চাই আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।