- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৯
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ►
গত ১৯ নভেম্বর, গাইবান্ধা সদরের তুলশীঘাটে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সম্মেলন কক্ষে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচয়পর্ব, জাতীয় সম্মেলন উপদেষ্টা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদেও সভাপতি লেখিকা নাসরীন সুলতানা রেখা।
এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদেও সাবেক সভাপতি মোরফিকুল ইসলাম রঞ্জু। পওে নবনির্বাচিত সকল সদস্যকে রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কবি নজরুল ইসলাম পাঠাগারের সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদেও সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহসভাপতি শাহ মোঃ আবু আউয়াল রিজু, স্বপ্নচূড়া পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ শামীম সরকার, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান স্মৃতিসংসদ ও পাঠাগারের সভাপতি মোঃ মুক্তাদিও রহমান, চন্দিয়া আলোকিত পাঠাগারের সাধারণ সম্পাদক এ কে এম মাহাবুবুল হক, একতা পাঠাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ রুহুল আমিন, সুরবাণী সংসদ ও পাঠাগারের নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান চান, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি নাবিল আহমেদ, মোহনা পাঠাগারের সভাপতি শেখ রাশেদুজ্জামান রাসেল, তুলসীঘাট যুব উদ্যোগ সংগঠন ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত বেলাল, বইঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মেহেদী হাসান, কবি নজরুল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, আলোকিত জীবন ও সমাজকল্যাণ পাঠাগারএর সভাপতি মোঃ মাহিন শেখ, সোশ্যাল প্রোডাকশন কমিটি ও গণ পাঠাগারের সভাপতি মোঃ জুলফিকার রহমান, উল্লা সোনাতলা পাঠাগারের আনিসুজ্জামান, মমেনা পাঠাগারের সভাপতি আবু তালেব প্রমুখ ।
আলোচনা সভায় গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদেও কার্যক্রম কিভাবে গতিশীল করা যায়, পাঠাগার গুলোতে পাঠক বৃদ্ধি করা, নিয়মিত পরির্দশন করা, সম্মিলিতভাবে সকলে এক সাথে কাজ করতে হবে বলে জানায় বক্তরা।