• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১০-২০২২, সময়ঃ রাত ০৭:০০

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত



কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ অক্টোবর বৃহঃবার সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ‍্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রোস্তম আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ভাঙ্গামোড়

ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী ডিগ্রী কলেজ ও শিশু কাননের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।