- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১২-২০২২, সময়ঃ রাত ০৭:৩৯
ফুলছড়িতে শেখ কামাল ২০২৩ অনুর্ধ ১৭ এর যাচাই ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ►
আজ শেখ কামাল অনুর্ধ ১৭ যুব গেমস এর জন্য উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে যাচাই পর্ব শেষ হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন এর সঞ্চালনায় গাইবান্ধা জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ মাঠে সকাল ৯টা থেকে বাছাই প্রতিযোগিতা শুরু হয়।
বিভিন্ন ইউনিয়ন দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন আকর্ষনীয় তরুনী ফুটবল দল ও তরুন ফুটবল দল দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যদের উপস্থিতিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা পরিচালন করে সাজ্জাদ হোসেন, মোশারফ হোসেন।