- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-১০-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৭
ফুলছড়িতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল স্কুল ভ্যান উপহার
নিজস্ব প্রতিবেদক►
ফুলছড়ি উপজেলার আরিফ আফজালুর রাব্বী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ভ্যান উপহার দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী তারঁ ব্যক্তিগত উদ্যোগে আজ বুধবার বিশেষ এ উপহার প্রদান করেন।
এ সময় অন্যান্যের মাঝে আফজালুর রাব্বী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান সুজা, উদাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী সরকার বাঁকা, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক প্রমুখ। পরে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোটেক ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।